যশোরে সফল নারী উদ্যোক্তারা শোনালেন তাদের সাফল্য গাঁথা

0

স্টাফ রিপোর্টার॥ যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলের সফল নারী উদ্যোক্তারা তাদের সাফল্য গাঁথা শোনালেন। শোনালেন নারী হয়েও অদম্য ইচ্ছা শক্তির বলে কিভাবে সাফল্যের শীর্ষে পৌঁছেছেন। গতকাল সোমবার যশোর পৌর উদ্যানে নারী উদ্যোক্তা সম্মেলনে সফল নারীরা এ গল্প শোনান। জেলা নারী উদ্যোক্তা কমিটি সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কানিজ আলমাস খান। সম্মেলনে যশোর উইমেন্স চেম্বারের সভাপতি তনুজা রহমান মায়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অতিথি হিসেবে উস্থিত ছিলেন দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু প্রমুখ। এরপর দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে আসা শতাধিক সফল নারী একে একে সফলতার গল্প শোনান। তারা বলেন, অদম্য ইচ্ছা শক্তির বলেই তারা পরিবারের বাধা ডিঙ্গিয়ে তারা সফলতার চূড়ান্ত পৌছান। তারা ফিরিয়েছেন পরিবারের স্বচ্ছনতা, পাশাপাশি অনেক বেকার নারীর কর্মসংস্থান সৃষ্টি করে দিয়েছেন। কেউ হস্তশিল্প, কেউ বিউটি পার্লর করে আবার কেউ ডার্মি কম্পোস্ট প্লান্টের মাধ্যমে সফল হয়েছেন। যে কারণে পেয়েছেন সফল নারী উদ্যোক্তার সম্মাননা। দিনব্যাপী এই সম্মেলনে মধ্যহ্ন ভোজের পর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সর্বশেষে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র‌্যাফেল ড্র।