কৃষকের ২ বিঘা জমির ধান কেটে দিলেন যশোরের সংস্কৃতিকর্মীরা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে সংস্কৃতিকর্মীদের উদ্যোগে অসচ্ছল কৃষকের মাঠের ধান কেটে দেওয়া কর্মসূচি অব্যাহত রয়েছে। ৮ মে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বলাডাঙ্গা কাজিপুরের শামিম হোসেনের হরিণার বিলের মধ্যে প্রায় ২বিঘা জমির ধান কেটে দেওয়া হয়। বৃহস্পতিবার বৃষ্টির কারণে এদিন কর্দমাক্ত থাকায় সাংস্কৃতিককর্মীরা বিপাকে পড়েন। এরপরও তারা সকাল ৭টা থেকে শুরু করে মাঝে মধ্যে বিরতি দিয়ে প্রখর রৌদ্রতাপে বেলা ১১টা পর্যন্ত এ জমির ধান গাছ কাটা শেষ করেন। এদিন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু ও সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু ধানকাটায় নেতৃত্ব দেন। ধানকাটায় অংশ নেন, হারুণ অর রশিদ, অ্যাড. মাহমুদ হাসান বুলু, ফজলু রহমান, কাজী ফরিদুল ইসলাম, ব্যবসায়ী মফিজুর রহমান খান, চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নু, সোমেশ মুখার্জী, প্রণব দাস, দীপংকর বিশ্বাস, নওরোজ আলম খান চপল, শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, কামরুল হাসান রিপন, আসিফ খান, ভগিরথ পাল, কমল বিশ্বাস, খবির শিকদার, প্রবীর দাস, জয় আচার্য্য প্রমুখ। যশোরের অসচ্ছল কৃষকের ধান কেটে দেওয়ার বিষয়ে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু ও সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু জানান, একদিকে বৈশ্বিক মহামারি করোনার প্রভাবে শ্রমিক সংকট, তার পর কর্মসংস্থান না থাকায় আয়হীন হয়ে বিপাকে পড়েছেন ক্ষুদ্র বর্গাচাষিরা। এদিকে ধান পেকে মাঠে নষ্ট হওয়ার উপক্রম। তাই যশোরের সংস্কৃতিকর্মীরা এ কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন গত পহেলা মে থেকে। এ পর্যন্ত যশোর সদরের ৮টি গ্রামের ২১ জন প্রান্তিক চাষির প্রায় ২০ বিঘা জমির ধান কেটে দেওয়া হয়। ভবিষ্যতেও এমন কাজ অব্যাহত থাকবে বলে তারা জানান।