মোংলায় তিগ্রস্ত ৪৯ পরিবার সরকারি সহায়তায় পেয়েছে

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ করোনাকালীন ও ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী দেশের বিভিন্ন সরকারি ত্রাণ তৎপরতা নিয়ে বিতর্ক উঠলেও মোংলায় কর্মহীন মানুষ ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সরকারি সহায়তা শতভাগ স্বচ্ছতার সাথে বিতরণ করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার দলীয় জনপ্রতিনিধিরা। সোমবার দুপুরে মোংলা প্রেস কাবে এক মতবিনিময় সভায় ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান তারা। নিজেদের এ স্বছতার কথা তুলে ধরে ক্ষমতাসীন দলের নেতা ও জনপ্রতিনিধিরা জানান, পৌর এলাকাসহ উপজেলার ৬টি ইউনিয়নে ৪৮ হাজার ৯ শ ৮০টি পরিবারে নগদ অর্থ ছাড়াও সরকারি ও বেসরকারি সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে করোনায় কর্মহীন ২৫ হাজার ৭শ এবং ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ৭ হাজার পরিবার পেয়েছে ১০ কেজি করে চাল, শিশু খাদ্য ২ হাজার ১শ ১০ পরিবার, ৮ হাজার ৬ শ ৫৫ জেলে পরিবার, আড়াই হাজার টাকা করে নগদ আর্থিক সুবিধা পেয়েছে ৭ হাজার ৪শ পরিবার, ২শ পরিবারে শুকনো খাবার, ঝড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ২৫টি পরবিারকে ৫০ বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়। আর এ ক্ষেত্রে মোংলাকে মডেল উপজেলা হিসেবে দাবি করেন তারা। সভায় উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।