জার্মান লিগের অনুশীলনে ১০ জন করোনা পজিটিভ

0

লোকসমাজ ডেস্ক॥ গত সপ্তাহে ছোট ছোট দলে ভাগ হয়ে অনুশীলনে নামা এফসি কোলনের তিনজন কোনও উপসর্গ ছাড়াই করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। জার্মান ফুটবল লিগ কর্তৃপক্ষ ডিএফএল জানিয়েছে, এ পর্যন্ত শীর্ষ লিগ বুন্দেসলিগা ও দ্বিতীয় বিভাগের অনুশীলন থেকে প্রথম দফা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন ১০ জন। মোট ১৭২৪ জনের পরীক্ষা হয়েছে। সংক্রমণের হার নগন্য, ০.৫৮ শতাংশ। আর যারা করোনা আক্রান্ত বলে শনাক্ত হচ্ছেন, তাদের যেতে হচ্ছে কঠিন সঙ্গনিরোধ ব্যবস্থার মধ্য দিয়ে। ইউরোপের প্রধান লিগগুলোর মধ্যে বুন্দেসলিগাই প্রথম যারা স্থগিত থাকা লিগ আবার শুরু করা উদ্যোগ নিয়েছে। ডিএফএল কর্মকর্তারা ৯ মে থেকে খেলা শুরু করতে চাইলেও জার্মান সরকারের সবুজ সংকেত পেতে হয়তো দেরি হবে। সম্ভবত ১৬ অথবা ২৩ মে থেকেই আবার মাঠে গড়াবে ফুটবল। গত সপ্তাহে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল জানিয়ে দিয়েছেন, ক্রীড়া কার্যক্রম শুরুর ব্যাপারে যেকোনও সিদ্ধান্ত নেওয়া হবে ৬ মে।
প্রসঙ্গত, গত মার্চের মাঝামাঝি থেকে বৈশ্বিক করোনাভাইরাস মহামারির কারণে জার্মানির ফুটবল লিগ স্থগিত রয়েছে। আর এর মধ্যে ডিএফএল সতর্ক করে দিয়েছে যে জুনের মধ্যে যদি আবার খেলা শুরু করা না যায় তাহলে শীর্ষ লিগের অনেক ক্লাবেই আর্থিকভাবে অস্তিত্ব সংকটে পড়বে। এফসি কোলনের যে তিনজন অনুশীলন থেকে করোনা শনাক্ত হয়েছেন, তাদের পরিচয় জানায়নি ক্লাবটি। তবে এটা জানিয়েছে, শরীরে এখনও উপসর্গ দেখা না দেওয়া এই তিনজনকে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং ক্লাবে আর কোনও পরীক্ষা হয়নি। যে সমস্ত খেলোয়াড়ের করোনা পরীক্ষার ফল পর পর দুইবার নেগেটিভ আসবে কেবল তারাই অনুশীলন ও খেলার অনুমতি পাবে।