ওয়াটসনের সেরা অধিনায়ক কে?

0

লোকসমাজ ডেস্ক॥ সীমিত ওভারের ক্রিকেটে বর্ণিল ক্যারিয়ার শেন ওয়াটসনের। জাতীয় দল অস্ট্রেলিয়ার সঙ্গে ঘরোয়া টি-টোয়েন্টি লিগেও চমৎকার সময় কাটিয়েছেন তিনি। লম্বা ক্যারিয়ারে অনেক অধিনায়কের অধীনে খেলেছেন তিনি। তার মধ্যে থেকে সেরা বেছে নিয়েছেন এই অলরাউন্ডার। ওয়াটসনের সেরা অধিনায়ক কিন্তু একজন নন, দুজন। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে ভালো সময় কাটিয়েছেন তিনি রিকি পন্টিংয়ের নেতৃত্বে। সাবেক এই ব্যাটসম্যান তো আছেনই, সঙ্গে তিনি সেরা অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন শেন ওয়ার্নকে। অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনারের নেতৃত্বে ওয়াটসন খেলেছেন আইপিএলের দল রাজস্থান রয়্যালসে।
অস্ট্রেলিয়ার জার্সিতে ২০১৫ সালের বিশ্বকাপ জিতেছেন ওয়াটসন। এই দলের অধিনায়ক ছিলেন মাইকেল ক্লার্ক। তবে জাতীয় দলে সেরা সময় কাটিয়েছেন তিনি পন্টিংয়ের অধীনেই। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ওয়াটসন বলেছেন, ‘রিকি পন্টিং জানতেন কিভাবে আমার ভেতর থেকে সেরাটা বের করে আনা যায়। তিনি ছিলেন বিস্ময়কর। আমি ভাগ্যবান যে অনেক ভালো অধিনায়কের অধীনে খেলার সুযোগ হয়েছে। শেন ওয়ার্ন, রাজস্থান রয়্যালসে তার অধীনে আমি চার বছর খেলেছি। তিনিও বিস্ময়কর।’ এরপর ওয়াটসন বললেন, ‘তাই আমি বলব, যাদের নেতৃত্বে আমি খেলেছি তাদের মধ্যে আমার সেরা অধিনায়ক রিকি পন্টিং ও শেন ওয়ার্ন। তারা জানতেন কিভাবে আমার কাছ থেকে সেরাটা বের করে আনা সম্ভব। আর এটা সত্যিই বিশেষ।’