‘জীবনের ঝুঁকি নিয়ে খেলাধুলায় আমি বিশ্বাসী নই’

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের কারণে এবারের ১৩তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর এখনো মাঠে গড়ায়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফ থেকে জানানো হয়েছে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল। তবে ভারতীয় কিছু সংবাদমাধ্যমের দাবি, সময় গড়ালেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পর্দা উঠবে আইপিএলের। তবে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি একই রকম ভাবে ভাবছেন না। করোনার প্রভাব কোথায় গিয়ে থামবে, তা সময়ই বলবে। তবে সৌরভ জানিয়ে দিয়েছেন অদূর ভবিষ্যতে ভারতে কোনো ক্রিকেট মাঠে গড়াবে না।
সাংবাদিকরা সৌরভের কাছে জানতে চেয়েছে, জার্মানিতে বুন্দেসলিগা ফুটবল ম্যাচ ফাঁকা স্টেডিয়ামে আয়োজন করা গেলে আইপিএলের ম্যাচ একইভাবে আয়োজন করা যায় কিনা? এর উত্তরে সৌরভ বলেন, ‘জার্মানি আর ভারতের সামাজিক বাস্তবতা সম্পূর্ণ আলাদা। অদূর ভবিষ্যতে ভারতে কোনো প্রকার ক্রিকেট খেলাই হবে না।’ কেন সৌরভের এমন কঠোর সিদ্ধান্ত? সেই বিষয়ও পরিষ্কার করে সৌরভ আরও যোগ করেন, ‘এখানে অনেক যদি-কিন্তু চলে আসে। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে খেলাধুলায় আমি বিশ্বাসী না।’ এদিকে করোনার কারণে অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত কী দাঁড়ায়, সেটি নিয়ে ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সংস্থাটির প্রধান নির্বাহী মানু শাহনে বলেন, ‘আমরা আইসিসি ইভেন্ট গুলো আয়োজন নিয়ে ভাবছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয়ে অস্ট্রেলিয়ার সরকার, আয়োজক কমিটিদের পরামর্শ নিচ্ছি। আমরা সকল প্রকার তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। এরপরে ক্রিকেটের স্বার্থের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নিবো।’