করোনায় প্রকৌশলীর মৃত্যু, ২০ বাড়ি লকডাউন

0

খুলনা সংবাদদাতা॥ খুলনায় সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগে মারা যাওয়া প্রকৌশলী নূর আলম খানের (৪৩) নমুনা পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) মেডিক্যাল কলেজের পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে। এদিকে, নূর আলম খানের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ হওয়ায় রাজাপুর গ্রামের ২০ বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। করোনায় আক্রান্ত হয়ে এটিই খুলনার প্রথম মৃত্যুর ঘটনা। মৃত নূর আলম খান রূপসা উপজেলার রাজাপুর গ্রামের গোলাম খানের ছেলে।
খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতের স্বজনরা জানান, নূর আলম খান গত পাঁচ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। করোনা শনাক্ত হওয়া ওই ব্যক্তি খুলনা জেলার রূপসা থানাধীন রাজাপুর গ্রামের বাসিন্দা। তিনি আইটেল টেকনো মোবাইল ফোন সেটের সার্ভিসিং ইঞ্জিনিয়ার ছিলেন। হাসপাতালের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার ডা. আশরাফুর রহমান জানান, মঙ্গলবার সকাল পৌঁনে ৯টার দিকে নূর আলম খান নামে একজনকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। তবে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। যেহেতু তার মধ্যে করোনার উপসর্গ ছিল সে কারণে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।