কালীগঞ্জে ৩ টি গ্রাম লকডাউন করেছেন গ্রামবাসী

0

শিপলু জামান, কালীগঞ্(ঝিনাইদহ )॥ ঝিনাইদহের কালীগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে ৩ টি গ্রাম লকডাউন করেছেন গ্রামবাসী। গ্রামে কেউ এখনও আক্রান্ত হয়নি । গ্রামবাসী জানান, সোমবার থেকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার,আনন্দ বাগ, আড়পাড়া, ও নিশ্চন্তপুর তিন গ্রাম লকডাউন করা হয়েছে । সরকারী ঘোষনার পাশাপাশি মহামারি করোনার কবল থেকে সকলকে বাঁচাতে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভাধীন আনন্দবাগ আড়পাড়া ও নিশ্চিন্তপুর গ্রামবাসী নিজেরাও লকডাউন ঘোষনার মাধ্যমে করছেন অন্য গ্রামের চেয়ে ব্যতিক্রমী কাজ। এ গ্রামের যুবকেরা নিজেদের গ্রামটিকে বাঁচাতে নিয়েছেন নানা উদ্যোগ। তারা গ্রামটিতে প্রবেশের প্রধান সড়কে করোনা সম্পর্কে সতর্কতামূলক ফেস্টন লিখে বাঁশ দিয়ে গতিরোধক টানিয়ে দিয়েছেন। এমন অবস্থায় গ্রামবাসীরা কেউ ঘর থেকে বাইরে যাচ্ছেন না বললেই চলে। একান্তই জরুরী প্রয়োজনে কেউ বাইরে গেলে গতিরোধকের কাছে দাঁড়িয়ে থাকা যুবকেরা তার সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করছেন অথবা হাতে জীবানুনাশক স্প্রে করে দিচ্ছেন। আবার বাইরে থেকে ফিরে আসলেও একইভাবে হাত পরিষ্কারের ব্যবস্থা করছেন। সাথে সাথে গ্রামের বাইরের সকলকে এ গ্রামে আপাতত না আসার জন্য অনুরোধ করেছেন গ্রামবাসী। এভাবে সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে অন্য গ্রামবাসীকেও সচেতন করছেন এ গ্রামটি।