অগ্নিঝরা মার্চ

0

মাসুদ রানা বাবু ॥ ১৯৭১ সালের ২১ মার্চ। উত্তাল অগ্নিগর্ভ সারাদেশ। ইয়াহিয়ার সঙ্গে শেখ মুজিবুর রহমানের বৈঠক ভেঙ্গে যাওয়ার পর বিদ্রোহে ফুঁসে ওঠে বাঙালি জাতি। ঢাকার মোড়ে মোড়ে স্বাধীনতাকামী বাঙালিদের মিছিল, সমাবেশ। দলে দলে সবাই ছুটছে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে। বাঙালি বুঝতে পারে শেখ মুজিবুর রহমানের সঙ্গে পাকিস্তানি প্রেসিডেন্টের বৈঠক ছিল প্রহসনমাত্র। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে মানুষ সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। একাত্তরের এদিন সকালেই শেখ মুজিবুর রহমান প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদকে নিয়ে পঞ্চম দফা বৈঠক করেন। চট্টগ্রামের পহেলা গ্রাউন্ডে ন্যাপ প্রধান আব্দুল হামিদ খান ভাসানী বিশাল এক জনসভায় পরিস্কার ঘোষণা দেন, এসব আলোচনা করে কোন ফল আসবে না। এদেশের কেউ আজ আর প্রেসিডেন্ট ইয়াহিয়াকে মানবে না। অন্যদিকে, এদিন সকালেই পাকিস্তানের পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো হঠাৎ করেই ঢাকায় আসেন। রাজনৈতিক নেতা হওয়া সত্ত্বেও সেদিন তার অভ্যর্থনার জন্য এয়ারপোর্টে কয়েকজন আমলা ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। ভুট্টো এদেশে আসার প্রতিবাদে যোগ দিতে ঢাকা মহানগরীর রাজপথে যেন সবাই নেমে আসেন। মিছিল-মিটিংয়ের মাধ্যমে ভুট্টোর বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন মুক্তিপাগল বীর বাঙালি।