৬৩ মিলিয়ন পেলেই রোনালদোকে বেচে দেবে জুভেন্টাস!

0

লোকসমাজ ডেস্ক॥ ইতালিতে করোনা মহামারিতে আর্থিক লোকসান গুনছে সিরি আ চ্যাম্পিয়ন জুভেন্টাস। ক্ষতি পুষিয়ে নিতে তারা বেচে দিতে পারে সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে। ইতালিয়ান সংবাদমাধ্যম ইল মেসেজারো বলছে,৬৩ মিলিয়ন পাউন্ড পেলেই পাঁচবারের ব্যালন ডি অর জয়ী তারকাকে ছেড়ে দেবে ওল্ড লেডিরা।
জুভেন্টাসের দুঃসময়ে চার মাসের স্যালারি ছেড়ে দিয়েছেন রোনালদোসহ অন্য ফুটবলাররা। তাতে ৮০ মিলিয়ন পাউন্ড বেঁচে গেছে টানা ৮ বারের লীগ চ্যাম্পিয়নদের। এটিকেও যথেষ্ট মনে করছে না ক্লাবটি। আর এতে সম্ভবত কপাল পুড়তে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। সিরি আ চ্যাম্পিয়নরা প্রতি সপ্তাহে ৪ লাখ ৯০ হাজার পাউন্ড করে দেয় তাকে। বছরে ২৭ মিলিয়ন পাউন্ডের বেশি।
বর্তমানে জুভেন্টাসের সর্বোচ্চ বেতনধারী ফুটবলার তিনিই। এরপর আছেন ওয়েলসের অ্যারন রামসে (৪ লাখ পাউন্ড), নেদারল্যান্ডসের ম্যাথিয়াস ডি লিট (২ লাখ ৬৫ হাজার পাউন্ড), ব্রাজিলের ডগলাস কস্তা (১ লাখ ৩২ হাজার পাউন্ড), আর্জেন্টিনার গঞ্জালো হিগুয়েন (১ লাখ ২৮ হাজার পাউন্ড) ও ফ্রান্সের আদ্রিয়েন র‌্যাবিয়ট (১ লাখ ১৬ হাজার পাউন্ড)।
ইল মেসেজারো বলছে, রোনালদোর বেতন বেশি হওয়ায় তাকে রাখতে চাইছে না জুভেন্টাস। ৩৫ বছর বয়সী রোনালদোকে বেচে দিয়ে বছরে ২৭ মিলিয়ন পাউন্ড বা ৩১ মিলিয়ন ইউরো বাঁচাতে চাইছে ক্লাবটি। তবে রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ ২০২২ সাল পর্যন্ত। দেখা যাক, সিআরসেভেনের ভাগ্যে কী লেখা আছে শেষতক।