কফি ৩ মাসে ভিয়েতনামের রফতানি কমেছে ১৩%

0

লোকসমাজ ডেস্ক॥ ভিয়েতনামের কফি রফতানি খাতে মন্দা ভাব বজায় রয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে পানীয় পণ্যটির রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৩ শতাংশ কমেছে। ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত জেনারেল স্ট্যাটিস্টিকস অফিসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স ও এগ্রিমানি।
কফি উৎপাদক ও রফতানিকারক দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় ভিয়েতনামের অবস্থান দ্বিতীয়। দেশটির রোবাস্তা কফির খ্যাতি রয়েছে বিশ্বজোড়া। পণ্যটির শীর্ষ উৎপাদক দেশ ভিয়েতনাম।
দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০২০ সালের প্রথম প্রান্তিকে ভিয়েতনাম থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৭ লাখ ৯৪ হাজার টন বা ১৩ হাজার ২৩৩ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি রফতানি হয়েছে। এক বছরের ব্যবধানে দেশটি থেকে পানীয় পণ্যটির রফতানি কমেছে ১২ দশমিক ৭ শতাংশ।
তবে রফতানি বাড়লেও চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে কফি রফতানি বাবদ ভিয়েতনামের আয় কমেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এ সময় কফি রফতানি করে ভিয়েতনামিজ রফতানিকারকরা সব মিলিয়ে ৬৫ কোটি ৩০ লাখ ডলার আয় করেছেন, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ৬ দশমিক ৪ শতাংশ কম। মূলত শীত মৌসুমের শেষ দিকে হওয়ায় আন্তর্জাতিক বাজারে কফির দাম তুলনামূলক কম থাকায় চলতি বছরের প্রথম তিন মাসে রফতানি বাড়লেও এ বাবদ আয় কমেছে দেশটির।
এদিকে দেশটির সরকারি প্রতিবেদনের তথ্য অনুযায়ী মাসভিত্তিক হিসাবে সর্বশেষ মার্চে ভিয়েতনামিজ রফতানিকারকরা সব মিলিয়ে ১ লাখ ৫০ হাজার টন কফি রফতানি করেছেন।