উগান্ডার স্বর্ণ রফতানি দ্বিগুণ বেড়েছে

0

লোকসমাজ ডেস্ক॥ ২০১৯ সালে উগান্ডা থেকে স্বর্ণ রফতানি আগের বছরের তুলনায় দ্বিগুণের বেশি বেড়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছে। খবর মাইনিংউইকলিডটকম ও রয়টার্স।
দেশটি থেকে গত বছর ১২৫ কোটি ডলার মূল্যের স্বর্ণ রফতানি হয়েছে। ২০১৮ সালে এ খাতে দেশটির আয় ছিল ৫১ কোটি ৪৮ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশটি থেকে ৭৩ কোটি ৫২ লাখ ডলার মূল্যের স্বর্ণ রফতানি বেড়েছে।
সেন্ট্রাল ব্যাংক অব উগান্ডার নির্বাহী পরিচালক অ্যাডাম মুগুমি জানান, গত বছর স্বর্ণের বৈশ্বিক চাহিদা রেকর্ড বেড়েছে। এছাড়া উগান্ডার স্বর্ণ পরিশোধন সক্ষমতা ব্যাপকহারে বেড়েছে। ফলে দেশটি থেকে মূল্যবান ধাতুটির রফতানি এক বছরের মধ্যেই দ্বিগুণের বেশি বেড়েছে। এক দশক আগে উগান্ডা বছরে মাত্র ১ কোটি ডলারেরও কম মূল্যের স্বর্ণ আন্তর্জাতিক বাজারে রফতানি করত। ২০১৮ সালে প্রথমবারের মতো কফিকে হটিয়ে দেশটির শীর্ষ রফতানিপণ্যে পরিণত হয় স্বর্ণ।