আবরার হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

0

লোকসমাজ ডেস্ক॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের হত্যার ঘটনায় দায়ের করা মামলা ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে আইন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১২ মার্চ) এ সংক্রান্ত সিদ্ধান্ত অনুমোদন করেন আইনমন্ত্রী আনিসুল হক।
দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন-২০০২ এর ধারা ৬-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। আবরার হত্যাকাণ্ডের পর তার পরিবার আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এবং মামলাটির গুরুত্ব বিবেচনা করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করতে অনুরোধ জানিয়েছিল। এরই ধারাবাহিকতায় আইনমন্ত্রী মামলাটি স্থানান্তর করেন। এর আগে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় বুয়েটের ১৭তম ব্যাচের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে। ওই দিন রাত তিনটার দিকে হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে আবরারের মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ। আবরারকে হত্যার ঘটনায় তার বাবা বরকত উল্লাহ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।