তামিম-লিটন আর ভিলিয়ার্স-আমলা এবং জিম্বাবুয়ে

0

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশি ব্যাটসম্যানরা পারেন কেবল জিম্বাবুয়ের সঙ্গেই! সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি কথা শোনা যাচ্ছে বেশ। অনেকেই তামিম ইকবাল আর লিটন দাসের অর্জনকে খাটো করতে ঢেলে দিচ্ছেন অযাচিত মন্তব্য। তারা কি প্রতিপক্ষ নিয়ে একটি পরিসংখ্যান জানেন? জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২৯২ রানের রেকর্ড জুটি গড়েন তামিম-লিটন। দেশের ক্রিকেটের ইতিহাসে যে কোনো উইকেটে যেটি সেরা জুটি। শুধু দেশের হিসেব বাইরে রাখলেও তামিম-লিটনের এই জুটিটি জায়গা পাবে অনন্য উচ্চতায়। ওয়ানডেতে ওপেনিংয়ে সারা বিশ্বের মধ্যেই তৃতীয় সেরা জুটি এটি। এ তো গেল তৃতীয় ওয়ানডের অর্জন। তিন ম্যাচের সিরিজে দুটি করে সেঞ্চুরি করে তামিম আর লিটন গড়েছেন আরেকটি বিরল রেকর্ড। এর আগে বিশ্ব ক্রিকেটে তিন ম্যাচের সিরিজে একই দলের দুই ব্যাটসম্যানের দুটি করে সেঞ্চুরির ঘটনা আছে মাত্র একবারই। ২০১০ সালের অক্টোবরে এই রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স আর হাশিম আমলা। ঘরের মাঠে সিরিজে দুজনই পান দুটি করে সেঞ্চুরি। প্রতিপক্ষ নিয়ে সমস্যা? বাংলাদেশি দুই ব্যাটসম্যান অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে এই রেকর্ড গড়েছেন। এতে তাদের কৃতিত্ব কমে গেল? তাহলে জেনে নিন। দক্ষিণ আফ্রিকার ডি ভিলিয়ার্স আর আমলাও কিন্তু রেকর্ড গড়ার জন্য এই জিম্বাবুয়েকেই বেছে নিয়েছিলেন প্রতিপক্ষ হিসেবে। রেকর্ড রেকর্ডই, কোনো প্রতিপক্ষও কাউকে রেকর্ড গড়ার জায়গা করে দেয় না। রেকর্ডটা অর্জন করতে হয়। তামিম-লিটন সেটা অর্জন করেছেন, নিজেদের সামর্থ্য আর পরিশ্রম দিয়ে।