কোহলির দুঃসময় এবং নিঠুর দরদী বোল্ট

0

লোকসমাজ ডেস্ক ॥ ওয়েলিংটন টেস্টের বাজে ব্যাটিং বিরাট কোহলিকে টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষ থেকে ছিটকে ফেলেছে। তাকে দুইয়ে নামিয়ে এক নম্বরে উঠে গেছেন স্টিভ স্মিথ। নিউজিল্যান্ড সফরটাই দুঃস্বপ্নের মতো গেল কোহলির। ওয়েলিটংটন ও ক্রাইস্টচার্চ টেস্টের চার ইনিংস মিলিয়ে ৩৮ রান করেছেন। সর্বোচ্চ ইনিংস ১৯ রানের। আর কোহলির দুঃসময় তো গোটা ভারতীয় দলের ব্যাটিংয়েরই যেন নেতানো দশা। দুই টেস্টের সিরিজে ধবলধোলাই হওয়ার প্রহর গুনছে ভারত। যে দলটি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম তিনটি সিরিজেই ১২০ পয়েন্ট করে তুলে পয়েন্ট তালিকার শীর্ষে, তারাই একটি সিরিজের পুরো ১২০ পয়েন্ট তুলে দিতে চলেছে প্রতিপক্ষের হাতে। অনেকে ক্রিকেট বিশ্লেষকই বলবেন কোহলিকে সফল হতে না দেওয়ার মধ্যেই লুকিয়ে আছে নিউজিল্যান্ডের এই সাফল্য। রবিবার ক্রাইস্টচার্চ টেস্টের পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেওয়ার পর অভিজ্ঞ কিউই পেসার ট্রেন্ট বোল্টও বললেন এমনটাই।
১২ রানে ৩ উইকেট নিয়েছেন বোল্ট, আর তাতেই দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারত ৯০/৬। সাকল্যে লিড ৯৭ রানের। অথচ দিনের শুরু থেকেই কী দারুণ বোলিং করেই না ভারতকে ম্যাচে ফেরান শামি-বুমরারা। বিনা উইকেটে ৬৩ রানে দিন শুরু করে নিউজিল্যান্ড ভারতের ২৪২ রানের প্রথম ইনিংস টপকে কতদূর যায় এটাই যখন ভাবছে সবাই, শামিরা ভাবলেন অন্যরকম।তারা জ্বলে উঠলেন। বুমরা দেখালেন একপশলা পুরোনো ঝলক। ১৭২ রানে ১০ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডই ৭ রানের লিড ‍তুলে দিলো ভারতের হাতে। কিন্তু মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে গিয়েও পিছিয়ে পড়ল ভারত। কারণ মূল ব্যাটসম্যানদের সেই বাজে ব্যাটিং। কোহলি আবারও ব্যর্থ। কলিন ডি গ্র্যান্ডহোমের মিডিয়াম পেসে এলবিডাব্লিউ হওয়ার আগে করতে পারলেন ১৪ রান। বোল্ট কোনও রাখঢাক করেননি। বলে দিয়েছেন, কোহলির বিপক্ষে দলীয় কৌশলটা কাজে লাগছে বলেই ভারত অধিনায়ক রান পাচ্ছেন না। কৌশলটা কী সেটিও বলেছেন বাঁহাতি পেসার, ‘অবশ্যই সে তাদের দলের অনেক বড় খেলোয়াড়। আমাদের চেষ্টা থাকছে তাকে খুব চাপে রাখার। তাকে চুপচাপ রাখতে বাউন্ডারি বল দিতে খুবই কিপ্টেমি করছি আমরা, আর এতেই সে ভুল করছে যা দেখাটা আমাদের জন্য আনন্দের।’ এত আনন্দের মধ্যে কোহলির দলের জন্য নিঠুর দরদীর মতো সহানুভূতিও ঝরছে বোল্টের কণ্ঠে, ‘সম্ভবত তারা ভারতে নিচু ও মন্থর পিচে খেলতে অভ্যস্ত বলেই এখানে খাপ খাইয়ে নিতে তাদের সময় লাগে। ভারতে বোলিং করতে গেলে কন্ডিশনটা আমার কাছে যেমন অচেনা লাগবে সেরকম আরকি!’ নিউজিল্যান্ডের কন্ডিশন সিম বোলিংয়ের জন্য একেবারেই আদর্শ লাগছে বোল্টের কাছে। বাতাসে বল এদিক থেকে ওদিকে যাচ্ছে, যা নিউজিল্যান্ডের বোলিং ইউনিটকে দিচ্ছে সুখের অনুভূতি।বল এভাবে নড়াচড়া করছে বলেই ক্রাইস্টচার্চ টেস্ট দ্বিতীয়দিনে দেখলো ১৬ উইকেটের পতন। ‘১৬ উইকেট!আমি নিশ্চিত নই দ্বিতীয় দিনের হিসেবে সংখ্যাটা টেস্ট ক্রিকেটের রেকর্ড কি না। বোলাররা অবশ্যই ওপরে বল করেছে দারুণভাবে এবং সেটির পুরস্কারও পেয়েছে। উইকেটে বল যেভাবে মুভ করছে তা দেখে আমার তো মনে হচ্ছে আমরা দুর্দান্ত অবস্থানে আছি’- বলেছেন বোল্ট।