প্রথম ডিজিটাল ব্যাংকিং মেলা : ঘরে বসেই পাওয়া যাবেসব ব্যাংকিং সেবা

0

মোস্তফা রুহুল কুদ্দুস ॥ প্রযুক্তির উৎকর্ষ সাধনের সাথে সাথে মানুষের জীবন ধারা যেমন বদলে যাচ্ছে তেমনি বদলে যাচ্ছে ব্যাংকিং জগত। টাকার জন্যে আর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা লাগবে না। এখন ঘরে বসেই পাওয়া যাবে সব ধরনের ব্যাংকিং সেবা বাংলাদেশের প্রথম ডিজিটাল ব্যাংকিং মেলায় এই প্রত্যয় ব্যক্ত করেন ব্যাংকাররা। শনিবার সকাল থেকে রাত পর্যন্ত এই মেলা যশোরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল চত্বরে অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক যশোর জোন মেলার আয়োজন করে। মেলায় ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এনআরবি ব্যাংক অংশ নেয়। ব্যাংকগুলোর অর্থায়নে উৎপাদিত বিভিন্ন পণ্যের স্টল দেয়া হয় মেলায়। ইসলামী ব্যাংকের স্টলে দর্শনার্থীদের এডিসি প্রোডাক্ট প্রয়োগ ও ব্যবহার পদ্ধতি, ল্যাপটপ স্মার্ট ফোনের মাধ্যমে প্রশিক্ষণ রেজিস্ট্রেশন, বিভিন্ন একাউন্ট খোলা ও ডমুমেন্টারি প্রদর্শন করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মেলায় আগত দর্শকদের মুগ্ধ করে। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ব্যতিক্রমধর্মী এই মেলার উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাম্মী ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক যশোর জোনের প্রধান মাকসুদুর রহমান।
প্রধান অতিথির বক্তৃতায় শাম্মী ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সকলে একযোগে কাজ করে যাচ্ছে। ইসলামী ব্যাংকের এই আয়োজন তারই অংশ।
দেশে এ ধরনের মেলা এটাই প্রথম। তিনি বলেন, অর্থ জীবনকে সুন্দর ও সহজ করে। তাই অর্থনৈতিক খাতকে ডিজিটালাইজড করা না গেলে জীবনকে সুন্দর করা যাবে না। ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমকে এগিয়ে নিতে ইসলামী ব্যাংক কর্মকর্তাদের সফটওয়্যার আবিস্কারের ভূয়সী প্রশংসা করেন তিনি।
সভাপতির বক্তৃতায় আবু রেজা মো. ইয়াহিয়া বলেন, অর্থনৈতিক সেক্টরকে বাদ দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা যাবে না। প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে বাস্তবায়ন করতে সকল ব্যাংককে এগিয়ে আসতে হবে। দেশে-বিদেশে বহু পুরস্কার বিজয়ী ইসলামী ব্যাংককে এ কাজে নেতৃত্ব দিতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক যশের শাখার ব্যবস্থাপক আশরাফুল আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সোস্যাল ইসলামী ব্যাংকের ম্যানেজার আবুবকর সিদ্দিক, ইউনিয়ন ব্যাংকের ম্যানেজার বাবর আলী, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মানিজা মঞ্জুরি, ডিজিটাল ব্যাংকিং সুবিধা ভোগকারী চীনে অধ্যায়নরত ছাত্রী জান্নাতুল ফেরদৌস, নারী উদ্যোক্তা সালমা খাতুন, শেখ আনিসুর রহমান প্রমুখ।
বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেকর এসএম হাসান রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। এছাড়াও বক্তব্য রাখেন প্রধান কার্যালয়ের সিনিয়র অফিসার ইঞ্জিনিয়ার ইমরুল কায়েংস। অনুষ্ঠানেসভাপতিত্ব করেন যশোর জোনের প্রধান মাকসুদুর রহমান।