২৯ মার্চ কালীগঞ্জ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচন

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে উপ-নির্বাচন আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। এ উপলে বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়পত্র জমা দেন প্রার্থীরা। এই ওয়ার্ড থেকে মো. নাসিম উদ্দিন, মিজানুর রহমান, মনিরুজ্জামান রিংকু, আলমগীর হোসেন মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান জানান, আগামী ২৯ মার্চ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। নির্বাচন সুষ্ঠু করতে যা যা করা দরকার তাই করা হবে।