কেশবপুর-ফতেপুর সড়ক সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুর-ফতেপুর সড়কটি সংস্কারের অভাবে কর্পেটিং উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কেশবপুর-সাগরদাঁড়ি সড়কের কেশবপুর থেকে হাসানপুর বাজার পর্যন্ত অনুপযোগী এ সড়কটিতে যান চলাচল বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন স্থানে ছোট-বড় শত শত খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ওই রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এলাকাবাসী রাস্তাটি দ্রুত সংস্কারে উর্ধ্বতন কর্তৃপরে হস্তপে কামনা করেছেন। কেশবপুর উপজেলার দণিাঞ্চলের অধিকাংশ মানুষ তাদের জরুরি কাজ মেটাতে কেশবপুর-ফতেপুর সড়ক দিয়ে যাতায়াত করেন। এ সড়কটি প্রাচীনকাল থেকেই সাতীরা জেলার সীমান্তবর্তী তালা, পাটকেলঘাটা, খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন গ্রাম ছাড়াও কেশবপুর উপজেলার বাজিতপুর, সরফাবাদ, মির্জাপুর, মজিদপুর, লীনাথকাঠি, আটন্ডা, শ্রীফলা, বিদ্যানন্দকাটি, মঙ্গলকোট, বাউশলা, হিজলডাঙ্গা, হাড়িয়াঘোপ, ফতেপুর, ভান্ডারখোলা, মোমিনপুর, সাগরদাঁড়ি, গোবিন্দপুরসহ শতাধিক গ্রামের মানুষ ছোট-বড় যানবাহনে নিত্যদিনের প্রয়োজনে কেশবপুরে যাতায়াত করেন। জরাজীর্ণ অবহেলিত এ সড়কটি মানুষের চলাচলের একমাত্র মাধ্যম হলেও সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে শত শত ছোট-বড় গর্তের। কেশবপুর থেকে তেঘরির ব্রিজ পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা ভেঙেচুরে ছোট-ছোট নালায় পরিণত হয়েছে। সরকারিভাবে বরাদ্দ অর্থের সিংহভাগই লুটপাট ও নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তাটি যেনতেন ভাবে সংস্কার করায় স্বল্প সময়ের মধ্যে ছোট ছোট গর্তের সৃষ্টি হওয়ায় বর্তমানে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জনদুর্ভোগের কারণে সম্প্রতি দণিাঞ্চলের লাখ লাখ মানুষের কাছে এই সড়কটি অভিশাপ হিসেবে পরিচিতি পেয়েছে। এ পথে চলাচলকারীরা সড়কটি দ্রুত সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করে তুলতে উর্ধ্বতন কর্তৃপরে হস্তপে কামনা করেছেন। এ ব্যাপারে মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ বলেন, কেশবপুর-সাগরদাঁড়ি সড়কের কেশবপুর থেকে হাসানপুর বাজার পর্যন্ত চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়ায় ওই সড়কে ছোট-বড় যানবাহন কেশবপুর-ফতেপুর সড়ক দিয়ে চলাচল করছে। এ কারণে রাস্তাটির কর্পেটিং উঠে খানাখন্দে পরিণত হওয়ায় চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।