বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট : উদ্বোধনী খেলায় বাদশাহ ফয়সালের কাছে ধরাশায়ী চৌগাছা হাইস্কুল

0

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের যশোর জেলা পর্যায়ের উদ্বোধনী খেলায় বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউটের (ঈদগাহ) বোলারদের কাছে ধরাশায়ী হয়েছে চৌগাছার শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাটিংরা। প্রতিপক্ষের দেয়া ৩৩৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তারা বোলারদের কাছে ধরাশায়ী হয়ে ২০ ওভার ২ বলে মাত্রত ৯৩ রানে ইনিংস গুটিয়ে ফেলে। অপরদিকে, প্রথম ব্যাট করতে নেমে নিরব হোসেনের ব্যক্তিগত শতরানের সুবাদে বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউট ৩৩৭ বড় একটি স্কোর সংগ্রহ করে।
গতকাল সোমবার যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় টসে হেরে প্রথমে বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউট ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে নিরব হোসেন ১১৫, নাঈম খান ৫২, আব্দুল্লাহ-আল-মামুন ৪৬ এবং বিল্লাল হোসেন ২৪ রান সংগ্রহ করেন। এছাড়া দলে অতিরিক্ত থেকে আসে ৬০ রান। অপরদিকে, বল হাতে চৌগাছা শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হাসান ও ইকরামুল ২টি করে এবং মেহেদী, রফিকুল ও সামি ১টি করে উইকেট লাভ করেন। জয়ের জন্য চৌগাছা শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ৩৩৮ রানের বিশাল লক্ষ্য ভাড়া করতে নেমে ২০ ওভার ২ বলে সবকটি উইকেট হােিয় মাত্র ৯৩ রানে তাদের ইনিংস গুটিয়ে যায়। দলের পক্ষে ব্যাট হাতে আরিব সর্বোচ্চ ব্যক্তিগত ২৪ রান সংগ্রহ করেন। এছাড়া দলে অতিরিক্ত থেকে আসে ৩১ রান। অপরদিকে, বল হাতে বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউটের নাঈম খান ৬টি, রিফাত হোসেন ২টি এবং মামুন হোসেন ও আব্দুল্লাহ ১টি করে উইকেট লাভ করেন। এর আগে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন, ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. রফিকুল হাসান।