ইসলামী ব্যাংকের মাসব্যাপী ডিজিটাল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসিং ক্যাম্পেইন উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার ॥ ইসলামী ব্যাংকের মাসব্যাপী ডিজিটাল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস ক্যাম্পেইন ২০২০ শুরু হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। শনিবার যশোর শাখার ক্যাম্পেইন উদ্বোধন ও জোন প্রধান মাকসুদুর রহমান। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, শত চেষ্টা করেও ব্যাংকিং সেক্টরে স্বচ্ছতা আনা যাচ্ছে না। প্রধানমন্ত্রীর ঘোষণার সাথে একাত্ম হয়ে অর্থনীতিকে ডিজিটালাইজড করতে পারলে এ সেক্টরের দুর্নীতি অনেক কমে আসবে। আধুনিক সেবার বিশ্বে ইসলামী ব্যাংক শীর্ষে স্লোগান নিয়ে ব্যাংকটি মাসব্যাপী ডিজিটাল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস ক্যাম্পেইন শুরু করেছে। ব্যাংকের যশোর শাখার উদ্বোধনী অনুষ্ঠান শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাখা প্রধান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আশরাফুল আলম। স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজার অপারেশন ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট তকিয়ার রহমান।
প্রধান অতিথির বক্তৃতায় মাকসুদুর রহমান বলেন, এক সময় ব্যাংকের মাধ্যমে ঢাকা পাঠাতে হলে এনালগ টেলিফোনের চাকা ঘোরাতে ঘোরাতে হাত ব্যথা হয়ে যেত। এখন ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়েই টাকা প্রদান ও প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে। এই সেবার পর এটিএম বুথ অতঃপর মোবাইল ব্যাংকিং এ সেক্টরে দ্রুত সেবার নতুন মাত্রা যোগ করেছে। এখন পথে ঘাটে বাড়ি বসে ব্যাংকের সব ধরনের সেবা পাওয়া যাবে। তিনি বলেন, ইসলামী ব্যাংকের প্রকৌশলীরা ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমকে এগিয়ে নিতে নতুন নতুন প্রডাক্টস উদ্ভাবন করছেন। যা বিশ্বের অনেক ব্যাংক অনুসরন করছে। তাদের একটি অন্যতম প্রোডাক্ট হচ্ছে সেলফিন। যার গ্রাহক সংখ্যা দেড় কোটি। এসবের মাধ্যমে ব্যাংকিং সেবা নিতে যেমন সময় শ্রম বাঁচবে, তেমনি আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে। মাকসুদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। অর্থনৈতিক সেক্টরকে এর অন্তর্ভুক্ত করতে পারলে দুর্নীতি কমে আসবে। টেন্ডারবাজ দুর্নীতিবাজরা সহজে ব্যাংকের টাকা লুটপাট করতে পারবে না। এক্ষেত্রে ইসলামী ব্যাংক এগিয়ে থাকবে, এমন প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, শ্রেষ্ঠ আছি, শ্রেষ্ঠ থাকবো, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করবো। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ব্যাংকের সিনিয়র অফিসার ফারুকে আযম।