ভোটে বিএনপিকে আরও সক্রিয় হওয়ার তাগিদ ঐক্যফ্রন্টের

0

লোকসমাজ ডেস্ক ॥ ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীদের প্রচারণায় এখন পর্যন্ত সন্তুষ্ট নয় জাতীয় ঐক্যফ্রন্ট। জোটের নেতারা বলছেন, নির্বাচনের মাঠে নেমে সরকারের দোষ খুঁজে কোনও লাভ হবে না। বিএনপিকে আরও সক্রিয় হয়ে মাঠে নামতে হবে। প্রার্থীদের পোস্টার ও প্রচারণা আরও দৃশ্যমান করতে হবে। নেতাকর্মীদের মাঠে নামিয়ে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলতে পারলে ভোটাররা ভোটকেন্দ্র যেতে সাহস পাবে। তখনই নির্বাচনের সুফল পাওয়া যাবে। বুধবার (১৬ জানুয়ারি) বিকালে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে বিএনপিকে সিটি নির্বাচনে আরও সক্রিয় হওয়ার এসব পরামর্শ দেওয়া হয়।
ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বিএনপিকে আরও জোরেশোরে মাঠে নামতে বলেছি। এই সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ভোটারকে তার ভোটের অধিকার ফিরিয়ে দিতে হলে আমাদের মাঠে নামতে হবে।’
বৈঠকে উপস্থিত এক নেতা বলেন, ‘বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। নির্বাচন নিয়ে জানতে চাইলে তিনি জানিয়েছেন, এখনই আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা শুরু হয়ে গেছে। প্রচারণার সময় বিভিন্ন জায়গায় হামলা করে কর্মীদের মারধর করা হচ্ছে। বিভিন্ন স্থান থেকে আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও সহায়তা পাচ্ছি না। বিভিন্ন দিক থেকে ভয়ভীতি তো দেখানো হচ্ছেই। তখন আমরা বলেছি, নির্বাচনে নেমে সরকারের দোষ খুজেঁ কোনও লাভ হবে না। এমনিতে ভোটাররা ভোট নিয়ে আগ্রহ হারিয়ে ফেলছে। তার ওপর বিএনপি মাঠে না থাকলে সরকার সহজে পার পেয়ে যাবে। তাই আপনাদের নেতাকর্মীদের নির্বাচনের মাঠে সক্রিয় করেন।’
ঐক্যফ্রন্টের শরিক বিকল্পধারা বাংলাদেশ -এর একাংশের সভাপতি অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী বলেন, ‘আজকের বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। সিটি নির্বাচন উপলক্ষে ঐক্যফ্রন্টের নেতাদের মাঠে নামার সিদ্ধান্ত হয়েছে। আমরা চারটি পথসভা করবো।’ নাম প্রকাশে অনিচ্ছুক শরিক দলের এক শীর্ষ নেতা বলেন, ‘বিএনপির নেতাদের বলেছি, তোমরা নির্বাচন করছো, এখন সরকারের দোষ খুঁজে তো লাভ নেই। নির্বাচনে নেমে এখন পর্যন্ত বিএনপি ফাইট দিতে পারছে না। নেতাকর্মীদের আরও সক্রিয় করতে হবে।’
বৈঠক সূত্র জানায়, ঢাকার দুই সিটি নির্বাচনে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট গ্রহণ নিয়ে শনিবার (১৯ জানুয়ারি) সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্ট তাদের অবস্থান তুলে ধরবে। জাতীয় প্রেসক্লাব বা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলনে হতে পারে। এতে ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরমহ জোটের শীর্ষ নেতারা থাকবেন।
ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোটেক সুব্রত চৌধুরী বলেন, শনিবার সংবাদ সম্মেলন করে ইভিএমের ব্যবহার নিয়ে আমাদের বক্তব্য তুলে ধরবো।
বৈঠক শেষে ড. কামাল হোসেন জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে ঐক্যফ্রন্ট চারটি পথসভা করবে। বৈঠকে পথসভার তারিখ ঘোষণা করা হয়নি। এ বিষয়ে সুব্রত চৌধুরী জানান, বিএনপির যারা নির্বাচন সমন্বয়কের দায়িত্বে আছেন তাদের সঙ্গে আলোচনা করে পথসভার তারিখ ঠিক করা হবে।