বিএনপির নির্বাহী কমিটির সদস্য সেকেন্দার আলী ডালিমের ইন্তিকাল

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম ইন্তিকাল করেছেন। ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
কাজী সেকেন্দার আলী ডালিম বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে খুলনা অঞ্চলে বিএনপি গঠনে অত্যন্ত দায়ীত্বশীল ভূমিকা পালন করেন। গণতান্ত্রিক আন্দোলন সমূহে তার সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। সৎ, সাহসী ও নিষ্ঠাবান রাজনীতিক নেতা হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি। সদা হাস্যোজ্জল পরোপকারী কাজী সেকেন্দার আলী ডালিমের প্রয়াণে খুলনার শিল্পাঞ্চলের সাধারণ মানুষ একজন রাজনৈতিক অভিভাবককে হারিয়েছে এবং বিএনপি হারিয়েছে দীর্ঘ পরিতি নেতাকে। বিএনপি নেতৃবৃন্দ কাজী সেকেন্দার আলী ডালিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বিবৃতিদাতারা হলেন, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা। আলাদা বিবৃতিতে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। আরও শোক প্রকাশ করেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগম। শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খানজাহান আলী থানা বিএনপি সভাপতি মীর কায়সেদ আলী, নগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন, খুলনা জেলা বিএনপির সহ-সভাপতি এস.এ রহমান বাবুল প্রমুখ।