যশোরের নবাগত পুলিশ সুপারের পাঁচ লক্ষ্য

0

স্টাফ রিপোর্টার ॥ নবাগত পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন যশোরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনসাধারণকে সেবা প্রদানে পাঁচ বিষয়কে সামনে রেখে কাজ করার কথা জানিয়েছেন। বুধবার বেলা পৌনে ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, তিনি যশোরে এসেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পাঁচ বিষয়কে চিহ্নিত করেছেন। প্রথমত মাদকমুক্ত যশোর গড়ে তোলা তার অন্যতম কাজ হবে। দ্বিতীয়ত জেলার সব থানা ও পুলিশ স্টেশনকে সত্যিকার অর্থে সেবাকেন্দ্র প্রতিষ্ঠিত করতে তিনি পদক্ষেপ নেবেন। যাতে সেবা পেতে গিয়ে কোন মানুষ হয়রানির শিকার না হয়। তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ যশোর গড়ে তোলার জন্য কাজ করবেন। তার আরেকটি কাজ হবে বিভিন্ন মামলার মানসমম্মত তদন্ত নিশ্চিত করা। যাতে আদালত থেকে শুনতে না হয় মামলার তদন্তের কারণেই সমস্যা হয়েছে। তার আরেকটি কাজ কমিউনিটি পুলিশিং ফোরামকে ঢেলে সাজানো। এসব কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন চাপাইনবাবগঞ্জ থেকে বদলি হয়ে আসা জেলা পুলিশের এ শীর্ষ কর্মকর্তা।
মতবিনিময়ন অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ-দ্দৌলা, প্রবীণ সাংাদিক এমএ মান্নান মিয়া, দৈনিক প্রতিদিনের কথার ভারপ্রাপ্ত সম্পাদক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, দৈনিক লোকসমাজের বার্তা সম্পাদক শিকদার খালিদ প্রমুখ। উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, গোলাম রব্বানী, জামাল আল নাসের, অপু সরোয়ার, ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মদ, কোতয়ালি থানা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান প্রমুখ।