কোনো বিশ্রাম নেই, ছুটিতেও ব্যস্ত মেসি

0

লোকসমাজ ডেস্ক ॥ক্রিসমাস ডের আগেই বছরের শেষ ম্যাচ খেলে ফেলেছিলেন লিওনেল মেসি। সেই ম্যাচ শেষ হওয়ার পরপরই নিজের জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওতে ফিরে আসেন। ব্যক্তিগত বিমানে করে বন্ধু লুইস সুয়ারেজজে উরুগুয়েতে নামিয়ে দিয়ে মেসি ফিরে যান নিজের দেশে। রোজারিওতেই কাটালের ক্রিসমাস ডে’র ছুটি। এর পরপরই কিন্তু ফিরে আসেননি বার্সেলোনা। আগেই জানা গিয়েছিল, মেসি বার্সায় ফিরবেন ২ জানুয়ারি। যদিও তার সতীর্থরা তিনদিন আগে থেকেই শুরু করবে মৌসুমের পরবর্তী ধাপের জন্য অনুশীলন। কিন্তু মেসি সেখানে যোগ দিচ্ছেন, তিনদিন পর। ক্রিসমাস ডে, নববর্ষ উদযাপন- সবই রোজারিওতেই করলেন লিওনেল মেসি। কিন্তু ছুটির এই সময়টাতে শুধু বসে বসে সময় কাটাননি। বিশ্রাম নেননি। নিজেকে ফিট রাখতে রোজারিওয় নিজের বাড়িতেও কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন বার্সেলোনা এবং আর্জেন্টিনার অধিনায়ক। একা একাই অনুশীলন চালিয়ে যাচ্ছেন ৬ বারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার। এস্পানিওলের বিপক্ষে বছরের প্রথম ম্যাচ বর্সেলোনার। ২ জানুয়ারি বার্সায় ফিরেই যেন সোজা মাঠে নেমে যেতে পারেন মেসি, সে কারণেই নিজের ফিটনেস ধরে রাখতে এতটা পরিশ্রম করে যাচ্ছেন তিনি। নিজের বাড়িতে অনুশীলন করার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন মেসি। যেখানে দেখা যাচ্ছে, একটি ট্রেডমিলের পাশে দাঁড়িয়ে কিছু একটা দেখছিলেন তিনি।