যশোরে সাবেক চরমপন্থি হোসেন আলী হত্যাকাণ্ডে আটক ৫ জনের রিমান্ড মঞ্জুর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার হাশিমপুর বাজারে সাবেক চরমপন্থি ও বিশেষ আনসার সদস্য হোসেন আলী তরফদার হত্যাকাণ্ডে আটক ৫ সন্ত্রাসীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার এ সংক্রান্ত শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দিন হোসাইন তাদের প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম আদালতে তাদের ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন।
আদালত যাদের রিমান্ড মঞ্জুর করেছেন তারা হচ্ছে-কায়েতখালী মধ্যপাড়ার মহাসীন আলী ওরফে হোসেন আলীর ছেলে রাসেল কবির, নুর ইসলাম মোল্লার ছেলে হাবিল হোসেন ওরফে বার্মিজ, মুকুন্দ কুমার বিশ্বাসের ছেলে বিজং কুমার বিশ্বাস, হাশিমপুরের কেনায়েত বিশ্বাসের ছেলে সুজন হোসেন ও মিলন হোসেনের ছেলে সজল হোসেন।
তদন্ত কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম জানান, তারা হোসেন আলী হত্যাকাণ্ডের সাথে জড়িত। হত্যাকাণ্ডের পর তারা পালিয়ে রাজধানী ঢাকায় চলে যায়। গত ১৪ ডিসেম্বর গভীর রাত থেকে পরদিন ১৫ ডিসেম্বর দুপুর পর্যন্ত রাজধানী ঢাকার ভাসানটেক ও কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে উল্লিখিতরা ছাড়াও কায়েতখালী গ্রামের সাইফুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন এবং মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া থেকে আটক করেন হাশিমপুর মধ্যপাড়ার আরাফাত আলীর ছেলে বাবু হোসেন ওরফে আলী রাজ ওরফে গালকাটা বাবু ওরফে ছোট বাবুকে। পরে আদালতে সোপর্দ করা হলে আটক আনোয়ার হোসেন ও ছোট বাবু স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। উল্লেখ্য, গত ৩০ নভেম্বর প্রকাশ্য দিবালোকে হাশিমপুর বাজারে প্রতিপ চরমপন্থিরা হোসেন আলীকে গুলি চালিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে।