সাতক্ষীরায় আরও ২৯১ জন হোম কোয়ারেন্টিনে

0

সাতক্ষীরা সংবাদদাতা॥ সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় বিদেশ ফেরত আরও নতুন ২৯১ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। এনিয়ে গত ৭ দিনে বিদেশ ফেরত সাতীরার ৬৯০ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এছাড়া সাতীরা সদর হাসপাতাল আইসোলেশানে রয়েছেন একজন। এরমধ্যে সাতীরা সদর উপজেলায় ৫৫ জন, আশাশুনি উপজেলায় ৪৬ জন, দেবহাটা উপজেলায় ২৫ জন, কালীগঞ্জ উপজেলায় ১২৪ জন, কলারোয়া উপজেলায় ২৪৪ জন, শ্যামনগর উপজেলায় ১০২ জন ও তালা উপজেলায় ৯৩ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। তবে, বিদেশ থেকে আগত লোকের সংখ্যা গত ১ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত ৯ হাজার ৩২৪ জন। এরমধ্যে হোম কোয়ারেন্টিনের বাইরে রয়েছেন ৮ হাজার ৬ শ ৩৩ জন।
সাতীরা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানিয়েছেন, বিদেশ থেকে আসা সব প্রবাসীকে ইতোমধ্যে হোম কোয়ারেন্টিনের আওতায় আনার কাজ চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও স্বাস্থ্য বিভাগ। ভোমরা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ সরকার বলেন, ‘সাতীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে আটকে থাকা পাসপোর্ট যাত্রীর আসা-যাওয়া স্বাভাবিক রয়েছে। যদিও দুই দেশেই নতুন করে কোনও পাসপোর্ট যাত্রীকে প্রবেশাধিকার না থাকায় যাত্রী সংখ্যা অনেক কমে গেছে।’ এছাড়া ভারত সরকার জনতা কারফিউ ঘোষণা করায় রবিবার ভোমরা বন্দর দিয়ে কোনও মালামাল আমদানি ও রফতানি হয়নি বলে জানিয়েছেন ভোমরা বন্দর কর্তৃপরে উপপরিচালক মনিরুল ইসলাম।

Lab Scan