লকডাউন ঘোষণাসহ ৯ প্রস্তাব যশোরের বাম দলগুলোর

0

স্টাফ রিপোর্টার॥ যশোর লকডাউন ঘোষণাসহ ৯ প্রস্তাবনা দিয়েছে জেলার বামপন্থী দলগুলো। গতকাল মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে বামপন্থী দলগুলো সরকারের প্রতি এই প্রস্তাবনা রাখে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ জানান, করোনা পরিস্থিতিতে দেশের সর্ববৃহৎ ব্যক্তিখাত কৃষিতে প্রণোদনা-ভর্তুকি প্রদান, নিম্নআয়ের মানুষের বিনামূল্যে ৬ মাসের খাদ্য প্রদান, মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্তদের জন্য ৬ মাসের রেশনিং ব্যবস্থা, চিকিৎসক-চিকিৎসা কর্মীদের বিশেষ করোনা প্রণোদনা বীমা চালু, যশোর মেডিক্যাল কলেজ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে জরুরিভিত্তিতে করোনা পরীাগার করা, অবস্থা বিবেচনায় এখনই যশোরকে লকডাউন ঘোষণা দেওয়াসহ ৯ করণীয় প্রস্তাবনা পালনের আহ্বান জানানো হয়।
বামপন্থী দলগুলোর জেলা সমন্বয়ক জিল্লুর রহমান ভিটু লিখিত বক্তব্য পাঠ করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, সিপিবি জেলা সভাপতি অ্যাড. আবুল হোসেন, ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক তসলিম উর রহমান, বাসদ নেতা আলাউদ্দিন আহমেদ ও বাসদ (মার্কসবাদী) নেতা গোলাম মোস্তফা।

Lab Scan