যশোরে বিজিবি’র অভিযান: সাড়ে ১০ কেজি রুপাসহ ৪ পাচারকারী আটক

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ যশোরে বিজিবি’র অভিযানে সাড়ে ১০ কেজি রুপা, বিদেশি মদ ও মোবাইল ফোনসহ চারজন পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর ৫টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ টহলদল কোতোয়ালী থানাধীন দাইতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

এসময় আটককৃতদের ব্যাগের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০ কেজি ৫০০ গ্রাম রুপা এবং ০১ বোতল বিদেশি মদসহ ৫টি মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক, ইয়ারবাড, হাতঘড়ি এবং নগদ ৬,২০৫ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট মূল্য ৬৫ লক্ষ ৮৯ হাজার ৭০৫ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি।

আটককৃত আসামিরা হলেন, তরুণ কুমার রায়, মোঃ শিমুল মোড়ল, মোঃ শামীম হোসেন, মোঃ আউয়াল হোসেন।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা ঢাকা থেকে যশোর হয়ে ভারতে রুপা পাচারের উদ্দেশ্যে এসেছিল এবং বিদেশি মদ যশোর থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। জব্দকৃত রুপার বাজারমূল্য প্রায় ৬৫ লক্ষ ১০ হাজার টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সাম্প্রতিক সময়ে স্বর্ণ ও রুপা পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি তাদের আভিযানিক তৎপরতা জোরদার করেছে। তিনি আরো বলেন “সীমান্তে চোরাচালান রোধে বিজিবি সবসময়ই সতর্ক অবস্থানে রয়েছে। জনস্বার্থে এবং জাতীয় সম্পদ রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।