শার্শায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ শার্শায় ১৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক আব্দুর রহমান বাপ্পি (৩৪) উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

শনিবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার নাভারণ তুলি কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ১৫পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত তার মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, আটক বাপ্পীর বিরুদ্ধে আরও ৭ টি মামলা রয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।