বাগেরহাট থেকে ৭ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক

0

বাগেরহাট সংবাদদাতা॥ খুলনা ও বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের জন্যে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাগেরহাটসহ ৭ জেলার ১০টি আন্তঃজেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি। রোববার সরকারি অনুমতি ছাড়া বিআরটিসি ও ইজিবাইক, মাহেন্দ্র, নছিমনসহ সব ধরনের থ্রি হুইলার চলাচল বন্ধের দাবিতে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও শহীদ মিনার সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন মালিক সমিতির নেতৃবৃন্দ।

মালিক সমিতির পক্ষ থেকে রুপসা বাগেরহাট বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি সভাপতি মো. আনোয়ারুল ইসলামের দাবি,সরকারি অনুমতি ছাড়া বিআরটিসি ও ইজিবাইক, মাহেন্দ্র, নছিমনসহ বিভিন্ন প্রকার যান চলাচল বন্ধের দাবিতে একাধিকবার প্রশাসনের সাথে বৈঠকে সমঝোতা হয়নি। আমাদের তিন দফা দাবি তারা মেনে না নেওয়ায় খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল বিভাগের ৭টি জেলার ১০টি বাস মালিক সমিতির পক্ষ থেকে ২ ডিসেম্বর থেকে খুলনা ও বরিশাল বিভাগে ১৮ টি রুটে অনির্দিষ্টকালের জন্যে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, বাস মালিক ও শ্রমিকরা নিজেদের সুবিধার জন্যে প্রায়ই বিআরটিসি বাস চলাচলের বিপক্ষে অবস্থান নেন। বিভিন্ন রুটে বিআরটি বাস তারা বন্ধ করে দিয়েছেন একাধিকবার। বিআরটিসিকে তারা বেআইনি বলতেও দ্বিধা করেন না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাগেরহাট আন্তজেলা বাস, মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শাহজাহান মিনা, সহসভাপতি জিয়াউদ্দিন জিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, অর্থ সম্পাদক মতিউর রহমান, লাইন সম্পাদক সরদার জসীম প্রমুখ।

সংবাদ সম্মেলনে বিআরটিসি বন্ধ ও সব কাউন্টার অপসারণের অবৈধ দাবি করা হয়।