যশোর জেলা প্রশাসক গোল্ডকাপে চৌগাছার জয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলায় জয়লাভ করেছে চৌগাছা উপজেলা। বৃহস্পতিবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কেশবপুর উপজেলাকে ২-০ গোলে পরাজিত করে তারা।

খেলায় বিজয়ী দলের পক্ষে গোল দুটি করেন মেজে ও শুভ। প্রথমার্ধের খেলার ছয় মিনিটে প্রথম আক্রমণের সূচনা করে চৌগাছা। তবে সেই আক্রমণ থেকে তারা গোল আদায় করে নিতে ব্যর্থ হয়।

খেলার ১৮ মিনিটে চৌগাছার বিদেশি খেলোয়াড় মেজে গোল করে দলকে ১-০ গোলের লিড এনে দেন। কেশবপুর ১-০ গোলে পিছিয়ে থেকে গোল পরিশোর্ধে মাধ্যমে খেলায় সমতায় ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে।

তবে গোল পরিশোর্ধের পরিবর্তে খেলার ৫৪ মিনিটে পাল্টা তাদের আরও একটি গোল হজম করতে হয়। চৌগাছার শুভ দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন। খেলার বাকি সময় কোন দল গোল করতে না পারায় চৌগাছা ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। চৌগাছার পক্ষে প্রথম গোলদাতা মেজে সেরা খেলোয়াড়া নির্বাচিত হন।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার তার হাতে সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন।