যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের দম্পতি আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজারের এক দম্পতিকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। ইয়াবা ট্যাবলেটের ওই চালান তারা সাতক্ষীরায় নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।

আটকরা হলেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম নয়াপাড়ার আব্দুস শুকুরের ছেলে মোহাম্মদ আলমগীর (৩০) ও তার স্ত্রী ময়না পাখি (২৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের উপ-পরিচালক মো. আসলাম হোসেন জানান, গত বুধবার রাতে তারা গোপন সূত্রে জানতে পারেন, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-০৭৬২) করে মাদকের চালান নিয়ে আসছে এক দম্পতি। এ খবর পেয়ে রাত ২টার দিকে তারা ঝিকরগাছা উপজেলা মোড়ে অভিযান চালান।

এ সময় সেখানে ওই বাসটি দাঁড়িয়ে থাকতে দেখে ভেতরে তল্লাশি চালান। পরে বাসের ভেতর থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ উল্লিখিত দম্পতিকে তারা আটক করেন।

আটকের পর দম্পতিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে সাতক্ষীরায় নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় তাদের উপ-পরিদর্শক মদন মোহন সাহা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝিকরগাছা থানায় মামলা করেছেন।