নতুন কুঁড়ি’র সেরা পাঁচে যশোরের সাবিক

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুঁড়ি-২০২৫-এর কৌতুক-ক শাখার চূড়ান্ত বাছাই পর্ব শেষে সেরা-৫’র শীর্ষস্থান অর্জন করেছে যশোরের প্রতিযোগী সাবিক সাদত।

মঙ্গলবার বাংলাদেশ টেলিভিশন ভবনে সেরা-১০ প্রতিযোগীর মধ্যে থেকে সেরা-৫ বাছাই করা হয়। সাবিক সাদত ৯৩.৬৭ নম্বর পেয়ে তার শীর্ষ অবস্থান নিশ্চিত করে। সেরা-৫- এ উন্নীত হওয়ায় সে আগামী নভেম্বরের প্রথমার্ধে অনুষ্ঠেয় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নতুন কুঁড়ির লড়াই শেষ করবে।

যশোর শিল্পকলা একাডেমিতে (খুলনা-২ অঞ্চল) অনুষ্ঠিত প্রাথমিক বাছাই পর্বে ‘ইয়েস কার্ড’ পাওয়ার মাধ্যমে সাবিকের নতুন কুঁড়ির যাত্রা শুরু হয়। পরে সে বিভাগীয় পর্বের একমাত্র প্রতিযোগী হিসেবে চূড়ান্ত বাছাই পর্বে অংশগ্রহণের সুযোগ পায়। চূড়ান্ত বাছাই পর্ব শেষে সে সেরা-১০ এ স্থান করে নেয়। সবশেষে সেরা-৫ এ উত্তীর্ণ হলো।

সাবিক সাদত দৈনিক লোকসমাজের চিফ রিপোর্টার হাবিবুর রহমান রিপন ও শারমিন আক্তার শিউলীর একমাত্র সন্তান। সে সবার কাছে দোয়া কামনা করেছে।