ঝিকরগাছায় দেড়শ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ আটক- ১

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার বারবাকপুর গ্রামে রোববার অভিযান চালিয়ে দেড়শ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ জাকির হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের উপ-পরিচালক মো. আসলাম হোসেন জানান, বিকেল সাড়ে ৩টার দিকে উপ-পরিদর্শক শেশ আবুল কাশেম গোপন সংবাদের ভিত্তিতে বারবাকপুর বিশ্বাস পাড়ায় অভিযান চালান।

এ সময় সেখান থেকে তিনি দেড়শ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ জাকির হোসেন নামে ওই ব্যক্তিকে আটক করেন। আটক জাকির হোসেন একই গ্রামের শাহাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা হয়েছে।