যশোরের মুড়ুলি থেকে ৮টি সোনার বারসহ আটক- ১

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে আটটি সোনার বারসহ শেখ অলিউল্লাহ (৫৫) নামে এক চোরাচালানকারী আটক হয়েছে। রোববার সকালে যশোর শহরের মুড়লি মোড় এলাকা থেকে বিজিবি তাকে আটক করে। আটক শেখ অলিউল্লাহ সাতক্ষীরা সদর উপজেলার মধ্যকাটিয়া গ্রামের শেখ আরিজুল্লাহর ছেলে।

যশোরে স্বর্ণের ৮টি বারসহ শেখ অলিউল্লাহ (৫৫) নামে একজন চোরাচালানী আটক করেছেন বিজিবি সদস্যরা। বিজিবি বলছে, রোববার সকালে যশোরের মুড়লি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে আটক শেখ অলিউল্লাহর দাবি, যশোরে ঢোকার মুখে বাস থেকে তাকে আটক করা হয়েছে।

আটক শেখ অলিউল্লাহ সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কাটিয়া গ্রামের শেখ আরিজুল্লাহর ছেলে।

৪৯ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকীর পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের মুড়লি মোড় এলাকায় অভিযান চালান বিজিবি সদস্যরা। এ সময় সেখান থেকে শেখ অলিউল্লাহ নামে ওই চোরাচালানকারীকে আটক করা হয়।

পরে তার শরীরে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় কোমরে লুকিয়ে রাখা সোনার আটটি বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি শূন্য ২০ গ্রাম। বর্তমান বাজার মূল্য ১ কোটি ৮৩ লাখ ২৪ হাজার টাকা। এছাড়া তার কাছ থেকে ১ দশমিক ৪৫ গ্রাম ওজনের একটি সোনার আংটি জব্দ করা হয়।

আটক শেখ অলিউল্লাহকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ঢাকার যাত্রাবাড়ি এলাকার চোরাচালানকারীদের কাছ থেকে সোনার বারগুলো সংগ্রহ করেন। এই বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি যশোরে আসছিলেন। আটক শেখ অলিউল্লাহকে কোতয়ালি থানায় হস্তান্তর এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক নে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, কিছুদিন ধরে বাংলাদেশ হতে ভারতে সোনা পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ কারণে সোনা পাচারকারীদের আটকের জন্য বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে রোববার পুলিশি হেফাজতে থাকা অবস্থায় আটক শেখ অলিউল্লাহ সোনার বার বহন করে নিয়ে আসার কথা স্বীকার করেছেন। তিনি জানান, নড়াইল রোড দিয়ে যশোরে ঢোকার মুখে শনিবার রাত ৩টার দিকে একটি বাসের ভেতর থেকে বিজিবি তাকে আটক করে।

তিনি ৫ হাজার টাকার বিনিময়ে সোনা বহন করে নিয়ে আসছিলেন। কিন্তু কার কাছ থেকে সোনা নিয়ে কোথায় কার কাছে যাচ্ছিলেন এমন প্রশ্ন করা হলে তিনি তাদের নাম জানেন না বলে দাবি করেছেন।