হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১১ জনের যাবজ্জীবন

0

লোকসমাজ ডেস্ক॥ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মনিরুল আলম হত্যা মামলায় সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাকসুদুর রহমানসহ ১১ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হকের আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত বাকি আসামিরা হলেন- জামাল, আবদুর রহমান ওরফে রহমান হুজুর, আহছান উল্লাহ ওরফে নুনু, আবদুর রহমান, আলতাফ হোসেন, মো. মেহরাজ, মো. মান্নান, মো. আশরাফ, মো. ফারুক, ফুল মিয়া। তাদের মধ্যে আবদুর রহমান ও আশরাফ পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩১ জুলাই সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ষোলশহর জেলে পাড়া এলাকায় মনিরুল আলমকে গুলি ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন (১ আগস্ট) নিহতের ছোট ভাই রবিউল আলম বাদী হয়ে ২২ জনের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি পুলিশ ১১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন। পরে ২০১৮ সালে মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তর হয়। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আইয়ুব খান জাগো নিউজকে বলেন, মনিরুল হত্যা মামলায় আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় ১১ জনের প্রত্যেককে যাবজ্জীবন এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও একবছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় নয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তারা সবাই কারাগারে ছিলেন। এছাড়া দুই আসামি পলাতক রয়েছেন।’