চৌগাছায় ভোক্তা অধিকারের অভিযান ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এক আইসক্রিম কারখানার মালিককে ক্ষতিকর রং মেশানোসহ নানা অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের পাশে অবস্থিত রাশিদুল ইসলামের কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আইসক্রিমে ক্ষতিকর রং মেশানো, শিশু খাদ্য ও আইসক্রিমে ইন্ডস্ট্রিয়াল রং ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার, বহুল পরিচিত প্রাণ কোম্পানীর নকল ‘রোবো’ আইসক্রিম তৈরি এবং অবৈধভাবে বিভিন্ন কোম্পানীর আইসক্রিম প্রস্তুত করার কার্যক্রম দেখতে পান।

এসব অপরাধের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ও ৫১ ধারায় ব্যবসায়ী রাশিদুল ইসলামকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনার সময় ক্যাব সদস্য রকিব উদ্দিন সরকার, চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান বলেন, নিয়মিত অভিযান কার্যক্রমের অংশ হিসেবে ব্যবসায়ী রাশিদুলের কারখানায় অভিযান পরিচালনা করা হয় এবং নানা অনিয়মের ফলে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।