পবিত্র ঈদুল আজহা আজ

0

সাইফুর রহমান সাইফ ॥ আজ রোববার পবিত্র ঈদুল আজহা। ত্যাগের উৎসব। মুসলমানদের সবচেয়ে বড় দুটি উৎসবের একটি। সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা ত্যাগের মহিমায় উদভাসিত হয়ে মহান আল্লাহর নামে পবিত্র পশু কুরবানি করবেন আজ। শুধুমাত্র মহান রবের সš‘ষ্টি লাভের আশায় তারা এটা করেন। পবিত্র জিলহজ মাসের ১০ তারিখে হজকে ঘিরে কুরবানি বা ত্যাগের উৎসব হয়।
মহান রবের প্রতি মুসলমানদের বিশ্বাসকে আরো সুদৃঢ় করতে আসে ঈদুজ্জোহা বা ঈদুল আজহা বা কোরবানির ঈদ।
আজ মুসলিম তার মন প্রাণ উজাড় করে দিয়ে আল্লাহর রাহে নিজেকে সপে দেবেন। হালাল টাকায় কেনা পশু মহান রাব্বুল আলামিনের নামে কোরবানি করেন মুসলমান। শাব্দিক অর্থের দিকে তাকালে ঈদুল আজহা মূলত আরবি বাক্যাংশ। এর অর্থ ত্যাগের উৎসব। আল্লাহর বন্ধু প্রিয় নবী হযরত ইব্রাহিম (আ.) এদিন সর্বো”চ ত্যাগের উদ্দেশে তাঁর নিজ ছেলে হযরত ইউসুফ(আ.)- কে কুরবানি করতে উদ্যত হন। তবে মহান আল্লাহ পাক দয়া পরবশ হয়ে সে ¯’ানে একটি পশু কবুল করেন। সেই থেকে মুসলমানরা ফজরের নামাজের পর তাকবির পড়তে পড়তে ঈদগাহে যান। দুই রাকাত নামাজ আদায় করেন। এরপর হালাল পশু যেমন গর“, ছাগল, মহিষ, ভেড়া, উট কুরবানি করেন।
আজকাল কেউ কেউ কুরবানি মানে গোশ খাওয়ার উৎসব মনে করেন। কেউ কেউ আবার একে প্রতিযোগিতার উৎসবে পরিণত করেন। আসলে এ উৎসব তার কোনটিই না। মুসলিমের হৃদয়কে পরিষ্কার করতে এ ত্যাগের উৎসব প্রতি বছর আসে। কারণ মনের সবটুকু ত্যাগ উদগীরণ করে দিয়ে তবেই আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়। তাই কুরবানির সময় আমাদের এ বিষয়টি মনে রাখতে হবে। তবেই কুরবানি কবুল হবে। নতুবা নয়।