চৌগাছায় ভুয়া চিকিৎসকের ২০ হাজার টাকা জরিমানা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় কোনো সনদ ছাড়াই ব্যবস্থাপত্র দেওয়ার অপরাধে এক ভুয়া চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার পৌর এলাকায় চৌগাছা-যশোর সড়কে ওই চিকিৎসকের কথিত চেম্বারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

যশোর শহরের শংকরপুর এলাকার মৃত আবু বক্করের ছেলে আব্দুল আলিম চৌগাছা পৌর এলাকার পাওয়ার হাউজের সামনে ছালেহা মার্কেটের একটি দোকান ঘর ভাড়া নিয়ে ৬/৭ মাস ধরে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তিনি নাক, কান ও গলার চিকিৎসার পাশাপাশি হাড়ের চিকিৎসাও করেন।

তার কোনো সার্টিফিকেট না থাকলেও নামমাত্র সহকারী ইএনটি ফিজিশিয়ান মেডিকেল প্রাকটিশনার কোর্সের সনদ দিয়ে ভুয়া পদবী ডিগ্রি ব্যবহার করে চেম্বার পরিচালনা করে আসছিলেন। চৌগাছা উপজেলা শহরসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রচার লিফলেট বিলি করে রোগী নিয়ে আসতেন। প্রত্যেক রোগীর কাছ থেকে ২/৩শ টাকা ফি নিতেন এবং ৪/৫ হাজার টাকার ওষুধ লিখতেন, সেই ওষুধ আবার তিনিই বিক্রি করতেন।

বুধবার উপজেলার বড় কাকুড়িয়া গ্রামের এক রোগী তার কাছে আসেন হাটুর ব্যথা নিয়ে। তিনি রোগীর কথা শুনে তাকে ওষুধ দেন এবং তিন দফায় তার শরীরে ১৭টি ইনজেকশন পুশ করেন। তিন দফায় তার কাছ থেকে ৭ হাজার টাকা হাতিয়ে নেন ওই চিকিৎসক। বুধবার সেই রোগী ডাক্তারের চেম্বারে এসে এ নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।

খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হন এবং ভুয়া চিকিৎসকের সনদপত্র দেখতে চান। কিন্তু চিকিৎসক কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ সময় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান ওই ভুয়া চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে এখন থেকে তিনি আর কোনো চেম্বার খুলে রোগী দেখতে পারবেন না বলে জানানো হয়।