প্রতারক মিন্টু রিমান্ডে, স্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

0

স্টাফ রিপোর্টার ॥ কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার মাধ্যমে অসংখ্য মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া প্রতারক মিজানুর রহমান মিন্টুর রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার পুলিশের করা আবেদনের শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া মিজানুর রহমান মিন্টুর স্ত্রী বৃষ্টি বেগমকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন বিচারক। আদালতে মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের এসআই তাহমুদুল ইসলাম ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন করে রিমান্ডের আবেদন জানিয়েছিলেন।

প্রতারক দম্পতি মিজানুর রহমান মিন্টু ও বৃষ্টি বেগম যশোর শহরের চাঁচড়া চোরমারা দিঘির পাড় এলাকার আবুল কালামের ছেলে। বর্তমানে মিজানুর রহমান ও তার স্ত্রী বৃষ্টি বেগম নাটোরের বড় হরিসপুরের বাসিন্দা।

যশোর শহরের চাঁচড়া মোড় আর বি কে রোডের মৃত শেখ আব্দার রহমানের ছেলে শেখ হাসানুর রহমানের দায়ের করা প্রতারণার একটি মামলায় গত ১৫ অক্টোবর দুপুরে নাটোর থেকে তাদেরকে আটক করে পুলিশ।

শেখ হাসানুর রহমানের ভাগ্নেসহ দুই জনকে কানাডায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার মাধ্যমে মোট ৩০ লাখ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে ওই দম্পতির বিরুদ্ধে তিনি মামলা করেন। পরে আদালতের আদেশে সেটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।