কালীগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে জাহাঙ্গীর হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন ওই শিশুর বাবা।

অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন উপজেলার মথনপুর গ্রামের নুর ইসলাম নুরোর ছেলে।

গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে কালীগঞ্জ উপজেলার কাস্টভাঙ্গা ইউনিয়নের মথনপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে অভিযুক্তের পরিবারের সদস্যরা।

বিষয়টি জানাজানি হলে ওই দিন রাতে রাত সাড়ে ১০ টার দিকে শিশুটিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখান থেকে রাতেই তাকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।