ফন্টু চাকলাদারের নামে ৯০ লাখ টাকার চেক জালিয়াতি মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টুর বিরুদ্ধে বৃহস্পতিবার আমলী আদালতে ৯০ লাখ টাকার দুটি চেক জালিয়াতি মামলা হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক যশোর শাখার প্রিন্সিপ্যাল অফিসার মো. মুর্তুজা আহম্মেদ মামলা দুটি করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল অভিযোগ দুটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।

আসামি তৌহিদ চাকলাদার ফন্টু যশোর শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার আব্দুল কাদের চাকলাদারের ছেলে। তিনি মেসার্স ভৈরব মৎস্য খামার ও মেসার্স হাসিনা ফিস ফিডের মালিক। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার তার চাচাতো ভাই।

একটি মামলায় উল্লেখ করা হয়েছে, আসামি তৌহিদ চাকলাদার ফন্টু তার মেসার্স ভৈরব মৎস্য খামারের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে লোন নেন। পরে তিনি এই লোন পরিশোধের জন্য ৪০ লাখ টাকার একটি চেক ব্যাংককে দেন। গত ২০ আগস্ট নগদায়নের জন্য যশোর শহরের এম কে রোড শাখা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে উপস্থাপন করা হয়। কিন্তু তার হিসাব নম্বরে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়।

অপর মামলায় বলা হয়, তৌহিদ চাকলাদার ফন্টু মেসার্স হাসিনা ফিস ফিড নামে ব্যাংক থেকে লোন নেওয়ার পর পরিশোধের জন্য ৫০ লাখ টাকার একটি চেক দেন। গত ২০ আগস্ট চেকটি শহরের এম কে রোড শাখা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নগদায়নের জন্য উপস্থাপন করা হলে তার হিসাব নম্বরে পর্যাপ্ত টাকা না থাকায় সেটিও ডিজঅনার হয়।