পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের মানববন্ধন

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ‎বুধবার সকালে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

‎মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন।

‎উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারী ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ পারভেজ রাসেল, উলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, প্রশিক্ষণ বিভাগের সভাপতি জিয়াউল হক, সমাজকল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হুসাইন, অর্থ সম্পাদক কামাল উদ্দিন।

আইটি বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ, যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, আইন বিষযক সভাপতি দারুস সালাম, সভাপতি মাওলানা হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী ও সেক্রেটারি আবেদ- উদ দৌলা টিটন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির হাসিবুল ইসলাম প্রমুখ।