যশোরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫শ টাকা মেডিকেলভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসবভাতার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হয়েছে।

সোমবার সকালে শিক্ষক-কর্মচারীরা শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন। শিক্ষক-কর্মচারীদের দাবিতে শিক্ষার্থীরা একত্মতা প্রকাশ করেন ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদ জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোর জেলায় প্রায় ১৩শ এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা রয়েছে। তারমধ্যে প্রায় ৬০০ স্কুল, ৪০০ কলেজ ও ৩০০ মাদ্রাসা। এসব শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালন হয়েছে। ফলে ক্লাস, পরীক্ষাসহ যাবতীয় শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে।

জেলা সদরের স্কুল রূপদিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান বিএম জহুরুল ইসলাম বলেছেন, সকাল থেকে তার স্কুলে কর্মবিরতি হচ্ছে। কোনো ধরনের শ্রেণি কার্যক্রম হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।

চৌগাছার জেসিবি আদর্শ কলেজের অধ্যক্ষ আবু জাফর বলেন, কলেজের সব শিক্ষক-কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে কর্মবিরতি পালন করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কেউ ক্লাসে যাবেন না।

বাঘারপাড়ার শেখের বাতান দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সুপার আখতারুজ্জামান বলেন, তার প্রতিষ্ঠান থেকে সবাই কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এ বিষয়ে যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন বলেছেন, শুনেছি সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি হচ্ছে। এর বেশি কিছু বলতে পারবো না।

এদিকে সোমবার বিকেলে প্রেস ক্লাব যশোরের সামনে একই দাবিতে বেসরকারি শিক্ষকরা মানববন্ধন করেন। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, যশোর ইসলামিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদা বানু শিল্পী, উদীচী নেতা আমিনুর রহমান হিরু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রাশেদ খান প্রমুখ।

মানববন্ধন থেকে ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানানোর পাশাপাশি শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।