লোকসমাজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে মফস্বল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা

0

স্টাফ রিপোর্টার॥ দৈনিক লোকসমাজের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের সদস্যদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে লোকসমাজ দপ্তরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত।

লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মজনুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোকসমাজ সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি অশোক কুন্ডু, এম রুহুল আমিন, যুগ্ম সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু, দপ্তর সম্পাদক জয়দেব চক্রবর্তী, আইসিটি বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, আহম্মদ আলী শাহিন, সুলতান মাহমুদ, আজিজুল ইসলাম, ওসমান গনি, রমজান আলী, মোজাফ্ফর হোসেন, প্রদীপ বিশ্বাস প্রমুখ।