ম্যাচ সেরার পুরস্কার পেলেন মাগুরার আল আমিন, যশোর-মাগুরা লড়াইয়ে সমতা

0

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের যশোর বনাম মাগুরা জেলার মধ্যকার দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলাটি গোল শুণ্য ড্র হয়েছে। রোববার খেলাটি যশোর শহরতলী হামিদপুরস্থ শামস-উল-হুদা একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়।

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে খেলাটি অনুষ্ঠিত হয়। ঘরের মাটিতে স্বাগতিক যশোর জয়েল লক্ষ্য নিয়ে মাঠে নামে। অন্যদিকে মাগুরাও ঠিক একই লক্ষ্য নিয়ে মাঠে নামে। শেষ পর্যন্ত দুই দলই তাদের লক্ষ্যের মধ্যে সীমাবদ্ধ থাকে। অর্থাৎ খেলাটি গোল শূণ্য অবস্থার মধ্য দিয়ে শেষ হয়।

খেলায় যশোরের হয়ে মাঠে নামেন হৃদয় হাসান, রাশেদ হাসান, সিয়াম বাবু, মুক্তার খাঁ, হাসিব হোসেন, আনিসুল হক খোকা বাবু, কিশোর দাস, জিম হোসেন, আতিকুল ইসলাম, আশিক মাহমুদ ও জসিম মোল্লা।

মাগুরার হয়ে মাঠে নামে বিপ্লব কুমার , নাসিম, সজিব,মোস্তাফিজুর রহমান,মিল্টন মিয়া, লাবিবুর রহমান,সজিব শেখ, আকাশ, রাব্বি হোসেন, হোসেন আলী এবং আল আমিন মিয়া। খেলায় মাগুরার আল আমিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন, জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) সুজন সরকার, প্রতিযোগিতার আহ্বায়ক মাহতাব নারিস পলাশ প্রমুখ। আগামী ১২ তারিখ মাগুরা মাঠে দুই দলের মধ্যকার প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।