যশোরের টেস্টি ট্রিটকে ৫০ হাজার টাকা জরিমানা

0

স্টাফ রিপোর্টার ॥ প্রতারণা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় যশোরের দুটি প্রতিষ্ঠান থেকে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে প্রতারণার দায়ে এমকে রোডের ‘টেস্টি ট্রিট কনফেকশনারি’কে ৫০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় ‘নিউ বাঁধন ফুড’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। সংস্থার সহকারী পরিচালক সেলিমুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার এমকে রোডের টেস্টি ট্রিট কনফেকশনারিতে অভিযানের সময় দেখা যায় প্রাণ পটেটো স্পাইসি বিস্কুটের প্যাকেটে লেখা ১৬টির পরিবর্তে ১৫টি রয়েছে। এছাড়া ১৯২ গ্রাম ওজনের পরিবর্তে ১৭৯ গ্রাম পাওয়া যায়। যা প্রতারণামূলক ও ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম হিসেবে প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে খাদ্যের প্যাকেটের গায়ে মূল্য তালিকা না থাকায় নিউ বাঁধন ফুডকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।