দুর্গোৎসবকে সামাজিক ঐক্যের উৎসবে পরিণত করতে হবে : রূপসায় হেলাল

0

খুলনা ব্যুরো ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, শারদীয় দুর্গোৎসবকে কেবল ধর্মীয় দুর্গোৎস আচার-অনুষ্ঠানে সীমাবদ্ধ না রেখে এটিকে মিলনমেলা ও সামাজিক ঐক্যের উৎসবে পরিণত করতে হবে।

বৃহস্পতিবার খুলনার রূপসা উপজেলার কাজদিয়ায় বিআরডিবি মিলনায়তনে পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজু দাস। বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যানন্দ দত্ত, খুলনা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ডা. প্রদীপ দেবনাথ, খুলনা জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু বিকাশ মিত্র ও আর্য ধর্মসভা মন্দিরের সাধারণ সম্পাদক সমর কুন্ডু।

স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন ও উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক তপন কুমার দাস।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, মোল্লা সাইফুল রহমান, মোল্লা রিয়াজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।

আজিজুল বারী হেলাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকলকে অগ্রীম শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান।