অভয়নগরে হামলার মামলায় আটক- ২

0
আহত লিখন বিশ্বাস

স্টাফ রিপোর্টার, অভয়নগর(যশোর)॥ সামান্য ঘটনাকে কেন্দ্র করে যশোরের অভয়নগরের দিঘিরপাড় রাঙ্গার এলাকায় কুপিয়ে কয়েকজনকে আহত করার ঘটনায় পুলিশ দুজনকে বুধবার আটক করেছে।

আটকরা হলেন, উপজেলার দিঘিরপাড় গ্রামের মুজিবুর রহমানের ছেলে লোকমান মোল্লা ও একই গ্রামের জাফর শেখের ছেলে আব্দুল হালিম শেখ। তাদের পুলিশ আদালতে হাজির করলে আদালত তাদের জেল হাজতে পাঠিয়ে দেয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত শনিবার সামান্য ঘটনায় অভয়নগর উপজেলা দিঘিরপাড় গ্রামের শাওন শেখের নেতৃত্বে ১০/১২ জনের একদল যুবক দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে লিখন বিশ্বাসের ওপর অতর্কিত হামালা চালায়। তাকে গাছিদা ও রামদা দিয়ে মারাত্মক জখাম করে। ঠেকাতে গিয়ে সোবাহান ও ফাহিম বিশ্বাস আক্রমের শিকার হন। তাদেরকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হলে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার আরো অবনতি হলে সেখান থেকে লিখন বিশ্বাস ও সোবাহান বিশ্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়।

এ ঘটনায় লিখনের পিতা ফারুক বিশ্বাস গত ৩ ফেব্রুয়ারি ৮ জনকে আসামি করে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেন।