বেনাপোলে প্রবীণ শ্রমিকদের আবেগঘন বিদায়, আর্থিক অনুদান দিল ইউনিয়ন

0

স্টাফ রিপোর্টার ।। বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ১১ জন প্রবীণ শ্রমিককে আর্থিক অনুদান দিয়ে বিদায় জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউনিয়নের কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় প্রত্যেক শ্রমিককে ২০ হাজার টাকা করে মোট ২ লাখ ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলীসহ ইউনিয়নের নেতৃবৃন্দ, লেবার সরদার ও সাধারণ শ্রমিকরা। নেতারা জানান, শ্রমিকদের অবদানকে স্মরণীয় রাখতে সংগঠনের ফান্ড থেকে এই অনুদান প্রদান করা হয়েছে।

প্রবীণ শ্রমিকরা হলেন: মোঃ আশাদুল, মোঃ আব্দুল্লাহ, মোঃ মোমিনুর রহমান, মোঃ ইয়াছিন, মোঃ জাফর মিয়া, মোঃ মহাসিন, মোঃ মনিরুল, মোঃ আকরম, মোঃ আরফাত, মোঃ নাজমুল হোসেন ও মোঃ হেকমত আলী।

অনুষ্ঠানে তাঁদের হাতে অনুদানের টাকা তুলে দেওয়া হয় এবং দীর্ঘ কর্মজীবনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ ও মোঃ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক, বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী, দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেমসহ কার্যনির্বাহী সদস্যরা।

বিদায় অনুষ্ঠানটি ছিল শ্রমিকদের আবেগঘন মিলনমেলা।